[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৬:০১ পিএম

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কমতে

যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে টিকটক এমন একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে দেশটিতে তাদের কার্যক্রম আলাদা একটি কাঠামোর আওতায় পরিচালিত হবে। টিকটকের প্রধান নির্বাহী শো চিউ কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এই অগ্রগতির কথা জানান।
নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য একটি যৌথ প্রতিষ্ঠান গঠন করা হবে, যেখানে মালিকানার বড় অংশ থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। এই বিনিয়োগকারী দলে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং এমজিএক্সের মতো প্রতিষ্ঠান রয়েছে। বাইটড্যান্স সীমিত অংশীদার হিসেবে এতে যুক্ত থাকবে।
এই উদ্যোগের লক্ষ্য হলো মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকটকের কার্যক্রম চালু রাখা এবং ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব থাকবে ওরাকলের ওপর। একই সঙ্গে কনটেন্ট তদারকি ও পরিচালনার কাজ করবে নতুন যৌথ প্রতিষ্ঠানটি।
চুক্তিটি সম্পূর্ণ কার্যকর করতে এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে এবং চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা করছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
এই চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে টিকটকের কোটি কোটি ব্যবহারকারী আগের মতোই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আইনি বাধা ছাড়াই চলবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর