ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি টানা কয়েক দিন
মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়া অঙ্গনের সর্বোচ্চ দুই সংস্থা—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে।
গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শাহাদাত বরণ করেন। এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দেয় বাফুফে ও বিসিবি।
রাত ১২টার দিকে বাফুফে তাদের ফেসবুক পেজে হাদির ছবি প্রকাশ করে জানায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে।
একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পৃথক এক শোকবার্তায় শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানায়।
এসআর
মন্তব্য করুন: