প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গোলরক্ষক মাতভেই সাফোনোভের
অসাধারণ পারফরম্যান্সে ২০২৫ সালে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছে। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ফাইনালে খেলা ১-১ সমতায় শেষ হয়, এরপর টাইব্রেকার পেনাল্টিতে টানা চারটি শট রুখে বিজয় নিশ্চিত করেন সাফোনোভ।
ফরাসি চ্যাম্পিয়নরা এই জয়ে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। এ নিয়ে চলতি বছরে তারা জিতেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ—মোট ছয়টি ট্রফি।
ম্যাচে খিচা কাভারাৎস্খেলিয়ার গোল পিএসজিকে লিড দেয়, তবে ফ্ল্যামেঙ্গোর জর্জিনহো পেনাল্টি গোল করেন। টাইব্রেকারে দেম্বেলের একটি ভুল শট সাফোনোভের দারুণ সেভিংয়ে প্রতিহত হয়, যা পিএসজিকে স্মরণীয় জয় এনে দেয়।
এসআর
মন্তব্য করুন: