বিপিএলের দ্বাদশ আসরে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেসের অভিষেকটা রাঙানো হয়নি।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার মির্জা তাহির বেগের দৃষ্টিনন্দন ৮০ রান ও অধিনায়ক শেখ মেহেদীর দ্রুতগতির ২৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস শুরুতে আশার আলো দেখালেও দ্রুত ছন্দ হারায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় দলটি। মাজ সাদাকাত ২৭ বলে ৩৮ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। এছাড়া হায়দার আলী করেন ২৮ রান এবং হাবিবুর রহমান সোহান যোগ করেন ১৫ রান।
চট্টগ্রামের বোলিং আক্রমণে তানভীর ইসলাম ছিলেন দুর্দান্ত। তিনি ৩টি উইকেট শিকার করেন। শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাট হাতে চট্টগ্রামের হয়ে মির্জা তাহির বেগ ৬৯ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি।
অধিনায়ক শেখ মেহেদী ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
বোলিং বিভাগে কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যাটিং ব্যর্থতায় অভিষেক ম্যাচেই বড় হার দিয়ে বিপিএল শুরু করতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।
এসআর
মন্তব্য করুন: