পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরের।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
দুই দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ফলে আসরের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।
ম্যাচের আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,
“প্লেয়ার হিসেবে হোম ক্রাউডের বিপক্ষে খেলা সবসময়ই রোমাঞ্চকর। এটা সত্যিই আনন্দের একটি ব্যাপার।”
অন্যদিকে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,
“সিলেট এখনো বিপিএলের শিরোপা জিততে পারেনি। যদি প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারি এবং সেটা যদি আমার নেতৃত্বে হয়, তাহলে সেটা অবশ্যই দারুণ একটি অনুভূতি হবে।”
সিলেট টাইটান্স একাদশ
সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ
তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এস এম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে
এসআর
মন্তব্য করুন: