[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

বিপিএল শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসের মালিকানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১:২১ পিএম

সংগৃহীত ছবি

রাতের পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। তবে বিপিএল শুরুর আগের দিনই চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম। বিষয়টি তিনি একটি চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়েছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“আমরা একটি চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা দেখছি। নিয়ম অনুযায়ী এই দায়িত্ব বিসিবিরই নেওয়া উচিত।”
মালিকানা ছাড়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক না পাওয়ায় আসতে আগ্রহী নন। এছাড়া, ব্যাংক গ্যারান্টির পুরো অর্থও এখনও পরিশোধ হয়নি। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিবি চিন্তিত।
উল্লেখ্য, বিপিএলের প্রথম দিনেই সন্ধ্যায় মাঠে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর