আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস।
তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে ৬ উইকেটে টপকে যায় দুবাই। এই জয়ে দুবাই ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনাও অনেকটাই শক্ত হলো।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শারজা ওয়ারিয়র্স ৮ উইকেটে ১৩৪ রান তোলে। দুবাইয়ের হয়ে চার ওভার বল করে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে সিকান্দার রাজাকে কট অ্যান্ড বোল্ড করে দলের জন্য গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তিনি। শেষ ওভারে কিছুটা খরচা হলেও মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ভূমিকা রাখেন ‘দ্য ফিজ’।
রান তাড়ায় দুবাইকে ভালো শুরু এনে দেন শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রান করে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন কক্স। তিনি ৫০ বলে ৬১ রান করে ম্যাচ শেষ করেন। পুরো ইনিংসজুড়েই লক্ষ্য নিয়ন্ত্রণে রাখে দুবাই ক্যাপিটালস।
তবে ম্যাচে উত্তেজনা ফিরে আসে ১৮তম ওভারে। ওই ওভারে বল হাতে নিয়ে তাসকিন আহমেদ মাত্র ৫ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে শেষ ১২ বলে দুবাইয়ের প্রয়োজন দাঁড়ায় ২১ রান, মুহূর্তের জন্য জমে ওঠে লড়াই।
কিন্তু পরের ওভারে টিম সাউদির বলে ১৮ রান তুলে নিয়ে কার্যত ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় দুবাই। শেষ ওভারে রোভম্যান পাওয়েলের ছক্কায় নিশ্চিত হয় তাদের জয়।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ৯ ম্যাচে ছয়টি হার নিয়ে ৬ পয়েন্টে তালিকার ছয় নম্বরে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স।
এসআর
মন্তব্য করুন: