[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল–তনয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৩:২৯ পিএম

সংগৃহীত ছবি

ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেরা ৩২-এর ম্যাচে ভারতীয় জুটি ভেংকট সানী নাগা ও সাই প্রুধভি সারানামকে সরাসরি গেমে ২১–৮ ও ২১–১৩ পয়েন্টে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন লাল–সবুজের এই প্রতিনিধিরা।
ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেন রিয়াদুল–তনয়। ভারতীয় প্রতিপক্ষ তাদের সামনে দাঁড়াতেই পারেননি। আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে এটি এই জুটির এখন পর্যন্ত সেরা সাফল্য। তৃতীয়বারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে শেষ ষোলোতে উঠে এসে দারুণ উচ্ছ্বসিত তারা।
এই জয়ের মাধ্যমে আগের পরাজয়ের প্রতিশো রিয়াদুল–তনয়। কদিন আগেই বাংলাদশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রথ রাউন্ডে একই ভারতীয় জুটির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই প্রতিপক্ষকে হারিয়েই পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলেন তারা।
ম্যাচ শেষে তনয় সাহা বলেন, ‘আমরা প্রায় পাঁচ বছর ধরে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। ধীরে ধীরে আমরা নিজেদের উন্নত করছি। এই সাফল্যের পেছনে আমাদের কোচ রাজু স্যারের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি ইলোরা শাটলার একাডেমির প্রতিও কৃতজ্ঞতা জানাই। দিনাজপুরের এই একাডেমিতে বিশ্বমানের সুযোগ–সুবিধা রয়েছে। প্রথম ম্যাচ জিততে পেরে আমরা খুব খুশি, সামনে আরও অনেকদূর যেতে চাই।’
অপরদিকে রিয়াদুল ইসলাম বলেন, ‘আগের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। তবে এবার শেষ ষোলোতে উঠতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর