বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেছেন।
এ সময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের প্রতীক হিসেবে বাফুফের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে মূল্যায়ন করা হয়। এসময় ফুটবল উন্নয়ন, ক্রীড়া কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “আমরা এখানে এসেছি বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সম্ভাবনা ও সুযোগগুলো খতিয়ে দেখার জন্য। আজকের আলোচনা ছিল প্রাথমিক, তবে এর পাশাপাশি আমরা তরুণদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ এবং দেশের ক্রীড়া খাতে উন্নয়ন ও বিশ্বমানের প্রতিযোগিতায় দলগুলোর পেছনে জাতীয় ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তোলার বিষয়েও আলাপ করেছি।”
আলোচনা শেষে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল বাফুফের অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন। এসময় তারা দেশে সব স্তরে ফুটবল প্রসারের জন্য গৃহীত কার্যক্রম এবং সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করার মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে যৌথ উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
এসআর
মন্তব্য করুন: