[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১:৩৭ পিএম

সংগৃহীত ছবি

তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড গড়া ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।

চূড়ান্ত টেস্টে ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা মাত্র ১৩৮ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৩২৩ রানের বিশাল জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে কিউইরা।
এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল নিউজিল্যান্ড।
সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, আগের দিনের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। দিনের শুরুতে ওপেনিং জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলীয় সংগ্রহ ৮৭ রানে নিয়ে যায়। তবে এরপরই নিউজিল্যান্ডের বোলারদের তোপে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ ১০ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বলে ৬৭ রান করে সর্বোচ্চ স্কোর করেন। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে করেন মাত্র ১৬ রান।
এর আগে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। আর পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন কিউই পেসার ডাফি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর