[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১১ পদক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১:০৯ এএম

সংগৃহীত ছবি

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জিতেছে বাংলাদেশ দল।

এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রোবোটিক্স ও প্রযুক্তিগত উদ্ভাবনে অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রোববার (২১ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

ব্রোঞ্জ পদক অর্জন করেন—ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন, জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে নুসাইবা তাজরিন তানিশা, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের প্রিয়ন্তী দাস।

টেকনিক্যাল পদক অর্জন করেন—ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার সুহানী, ক্রিয়েটিভ ক্যাটাগরিতে উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে প্রিয়ন্তী দাস।

বাংলাদেশ দলের এ সাফল্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও আইসিটি অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। ২০১৮ সাল থেকে আইআরওতে অংশ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।
আপনি চাইলে এটিকে ২০০ শব্দের সংক্ষিপ্ত ভার্সন, ব্রেকিং নিউজ, অথবা শিরোনাম আরও স্মার্ট করে সাজিয়ে দিতে পারি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর