[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

দুর্দান্ত ব্যাটিংয়ে সামির মিনহাজ এবং বল হাতে আলি রাজার বিধ্বংসী পারফরম্যান্সে ভারতকে একপেশে ম্যাচে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান।

ফাইনালে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানি যুবারা।
আজ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে শুরু থেকেই চাপে রেখে দাপটের সঙ্গে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন সামির মিনহাজ। ১১৩ বল মোকাবিলা করে ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার দুরন্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারেনি। মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। বল হাতে আলি রাজা ৪ উইকেট শিকার করে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টজুড়ে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর