[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৭:০৯ পিএম

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এক ক্যালেন্ডার

বছরে ৫৩ গোলের মাইলফলক স্পর্শ করেছেন—যা আগে ক্লাবের ইতিহাসে একমাত্র করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে গোল করেই তিনি এই অর্জন পূর্ণ করেন।

এর কিছুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে একাই চার গোল করে রিয়ালের হয়ে এক ম্যাচে চার গোলের কীর্তি গড়েন, যা রোনালদো করেছিলেন ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে। সেই ম্যাচে এমবাপে মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক করে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙে দেন।

এমবাপে আগেও বলেছেন যে রোনালদো তার রোল মডেল, এবং রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেন—তবে একই সঙ্গে তিনি নিজের পথ নিজেই তৈরি করতে চান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর