[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন, রিজওয়ানের জায়গায় শাহিন আফ্রিদি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৫:০৩ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেটে আবারও অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন উঠেছে।

ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে পেস বোলার শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হতে পারে, জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

রিজওয়ান বাবর আজমের পরে ওয়ানডের নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু তার অধীনে দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে নিজের পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হয়নি।

অপরদিকে, শাহিন আফ্রিদি ২০২৪ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়েছিলেন, যদিও এক সিরিজের পর দায়িত্ব হারান। তবে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে তিনি তিনটি শিরোপা জিতেছেন (২০২২, ২০২৩, ২০২৫), যা তাকে বিশেষভাবে নজরকাড়া করেছে।

পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অধিনায়কত্ব হারালেও রিজওয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর