[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সেঞ্চুরি করেই ফিরলেন পন্ত, জুটি ভাঙলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩:৩৮ পিএম

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকালেন পন্ত। মীর ফরিদ, চেন্নাই থেকে

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্ত।

টেস্টে এটি তার ষষ্ট সেঞ্চুরি। ৬৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১৬৭ রান করেন পন্ত–গিল।

৪ ছক্কা ও ১১ চারে ১২৪ বলে সেঞ্চরি পূর্ণ করে পন্ত।

মিরাজের বলে আউট হওয়া আগে করেন ১০৯ রানের ইনিংস। তার সেঞ্চরি ও গিলের অপরাজিত ৮৭ রানে ভারতের লিড সাড়ে চারশো ছাড়িয়েছে।

তাদের জুটিতে ৪৫২ রানের লিড পেয়েছে ভারত। দুইজনই ব্যাট করেছেন ওয়ান-ডে মেজাজে।

সেঞ্চুরির আগে দুইবারই জীবন পেয়েছেন পন্ত। প্রথমবার ক্যাচ মিস করেন হাসান মাহমুদ। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত। হাসানের চেয়ে নাজমুলের ক্যাচটি অনেক সহজ ছিল।

তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় সেশনে ব্যাট করছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ৪৬১ রানের লিড নিয়েছে তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর