দলবদল নিয়ে গুঞ্জন থাকলেও মাঠে তার প্রভাব পড়েনি। উসমান দেম্বেলের জোড়া গোলে দুই
ম্যাচের জয়হীনতা কাটিয়ে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে ঘরের মাঠে লিলকে ৩–০ ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফরাসি জায়ান্টরা।
সাম্প্রতিক সময়ে ফরাসি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কোচ লুইস এনরিকে তখন এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। মাঠে নেমে দেম্বেলে নিজেই দেখিয়ে দিলেন— তার মনোযোগ পুরোপুরি খেলাতেই রয়েছে।
ম্যাচের ১২ মিনিটে প্রায় ২০ মিটার দূর থেকে নেওয়া দেম্বেলের দুর্দান্ত শটে এগিয়ে যায় পিএসজি। লিলের গোলরক্ষক কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগই পাননি। দ্বিতীয়ার্ধে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন তিনি।
চারজন ডিফেন্ডারের মাঝেও জায়গা বের করে নেওয়া নিখুঁত চিপ শটটি ক্রসবারের নিচ দিয়ে জালে জড়িয়ে পড়ে, হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন গোলকিপার বার্কে ওজার।
এই ম্যাচে করা জোড়া গোলসহ শেষ পাঁচ ম্যাচে এটি দেম্বেলের চতুর্থ গোল। এর আগে টানা আট ম্যাচে গোলের দেখা পাননি ফরাসি ফরোয়ার্ড।
ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা পিএসজির হয়ে তৃতীয় গোলটি করে জয়ের ব্যবধান আরও বাড়ান।
নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর এটি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য গুরুত্বপূর্ণ ঘুরে দাঁড়ানোর জয়। এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পিএসজি লিগের শীর্ষে উঠে গেছে। এক ম্যাচ কম খেলা লেন্স দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর লিল ১০ পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে।
এসআর
মন্তব্য করুন: