বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
ক্রিকেটাররা তাদের বয়কট কর্মসূচি প্রত্যাহার না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরও যদি ক্রিকেটাররা মাঠে না ফেরেন, তবে টুর্নামেন্ট স্থগিত করা হতে পারে। সেই ঘোষণার পরও খেলায় ফেরার কোনো অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত বিপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হলো।
বিসিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে টুর্নামেন্টের ভবিষ্যৎ সূচি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: