বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ দেশের ক্রিকেটাররা।
তার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবেন না ক্রিকেটাররা।
বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ অবস্থানের কথা জানান।
তিনি বলেন, পরিস্থিতির চাপে পড়েই এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্রিকেটাররা খেলতে চান, তবে সম্মান ও মর্যাদা রক্ষা করে।
এসআর
মন্তব্য করুন: