[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ক্রিকেট বর্জনের হুমকি ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১০:১৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।

বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগেই এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে।

অন্যথায় ক্রিকেটাররা সব ধরনের খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। এর অর্থ, আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন ক্রিকেটাররা।


সম্প্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের দেওয়া মন্তব্যকে অবমাননাকর ও অগ্রহণযোগ্য দাবি করে কোয়াব।

তিনি একাধিক গণমাধ্যমে বলেন, ক্রিকেটাররা খারাপ খেললেও তাদের বেতন কাটা হয় না, তাহলে বিশ্বকাপে দল না গেলে কেন তারা ক্ষতিপূরণ পাবেন - এ প্রশ্ন তোলেন তিনি।

এ মন্তব্যের প্রতিবাদেই সংবাদ সম্মেলনে কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগের আল্টিমেটাম দেয়।

এম নাজমুল ইসলাম আরও বলেন, ‘ক্রিকেটাররা মাঠে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি, তার কি কোনো জবাবদিহি নেই?’ পাশাপাশি তিনি বোর্ড ও ক্রিকেটারদের সম্পর্ক বোঝাতে গিয়ে বলেন, ‘বোর্ড হচ্ছে শরীর, ক্রিকেটাররা তার অঙ্গ। শরীর না থাকলে অঙ্গের কোনো অস্তিত্ব থাকে না।


এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান এম নাজমুল ইসলাম। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে তামিম ইকবালের বক্তব্যের জেরে তাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। সে সময়ও কোয়াব তার প্রতিবাদ জানিয়েছিল।


এ নিয়ে ধারাবাহিকভাবে ক্রিকেটারদের সম্মানহানিকর বক্তব্য দেওয়ায় এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছেন ক্রিকেটাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর