টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদনও পাঠানো হয়েছে।
পাকিস্তানের মতো বাংলাদেশও চায়, প্রয়োজনে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজন করা হোক। যদিও সিনিয়র দলের বিশ্বকাপ নিয়ে জটিলতা এখনো পুরোপুরি নিরসন হয়নি, তবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ নিয়ে কোনো বাধা নেই।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামীকাল থেকেই শুরু হচ্ছে যুবাদের বিশ্বকাপ। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচি অনুযায়ী—
১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০ জানুয়ারি একই ভেন্যুতে দুপুর ১টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২৩ জানুয়ারি হারারে স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
যুব টাইগারদের এই বিশ্বকাপ অভিযান ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: