[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মেসির চুম্বনের সাক্ষী সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান—ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। গোল্ডেন বল হাতে নেওয়ার পর মঞ্চ ছাড়ার ঠিক আগে পাশে রাখা বিশ্বকাপ ট্রফিটির দিকে তাকান লিওনেল মেসি।

এরপর এগিয়ে গিয়ে ট্রফিটিতে চুমু আঁকেন তিনি। সেই দৃশ্য শুধু মেসির ক্যারিয়ার নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও স্থায়ী হয়ে আছে।

যে বিশ্বকাপ ট্রফিটিতে চুমু দিয়েছিলেন মেসি, সেটিই এখন বাংলাদেশে। আজ সকালে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে ট্রফিটি ঢাকায় পৌঁছায়। সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো সিলভা ট্রফিটি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর নতুন কিছু নয়। এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালেও ট্রফিটি ঢাকায় প্রদর্শিত হয়েছিল। চলতি ট্রফি ট্যুরের যাত্রা শুরু হয় গত ৩ জানুয়ারি সৌদি আরব থেকে। বাংলাদেশে আসার পর এই সফর আরও কয়েকটি দেশে অব্যাহত থাকবে।
প্রায় ১৫০ দিনের এই বৈশ্বিক সফরে ট্রফিটি ৩০টি দেশের ৭৫টি ভেন্যুতে প্রদর্শন করা হবে। পুরো সফর শেষ হবে মেক্সিকোতে, যেখানে আগামী ১২ জুন শুরু হবে বিশ্বকাপের পরবর্তী আসর।


উল্লেখযোগ্য বিষয় হলো—বাংলাদেশে আসা এই ট্রফিটিই আসল বিশ্বকাপ শিরোপা। আগামী ১৯ জুলাই ফাইনাল শেষে যে ট্রফি বিজয়ী দলের হাতে উঠবে, সেটিই এই ট্রফি। খাঁটি সোনা দিয়ে তৈরি এই শিরোপার ওজন ৬.১৭৫ কেজি। তবে বিজয়ী দল এটি স্থায়ীভাবে রাখতে পারে না; তাদের দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ ট্রফি।


২০২২ বিশ্বকাপ ট্রফি ট্যুরে বাংলাদেশে ব্যাপক জনসমাগম দেখা গেলেও এবার প্রদর্শনীটি সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই ট্রফিটি কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। এ জন্য নির্ধারিত টিকিটের বৈধ কপি এবং কোকা-কোলার বোতলের ক্যাপ সঙ্গে রাখতে হবে।
আজ দুপুর ১টা থেকে শুরু হওয়া ট্রফি প্রদর্শনী চলবে সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর