[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আইসিসির নিরাপত্তা মূল্যায়নই ঝুঁকির আশঙ্কা বাড়িয়েছে: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৬ এএম

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আগেই ভারত গিয়ে বিশ্বকাপে খেলতে না পারার অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও মঙ্গলবার এক বৈঠকে আইসিসি ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়, তবে বাংলাদেশ পক্ষ থেকে আগের অবস্থানেই থাকার কথা স্পষ্ট করা হয়েছে।


এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনই বাংলাদেশকে ভাবতে বাধ্য করেছে যে ভারতে খেলাটা ঝুঁকিপূর্ণ হতে পারে।


গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। বৈঠক শেষে বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকির কারণেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনরায় জানানো হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধও করা হয়েছে।


বিসিবি আরও জানায়, আইসিসি তাদের পক্ষ থেকে জানিয়েছে—বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় ভারতবিরোধী সিদ্ধান্তটি যেন বাংলাদেশ পুনর্বিবেচনা করে। তবে দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে আগ্রহী। তবে বর্তমান বাস্তবতায় ভারতে খেলাকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছে। তার মতে, মোস্তাফিজুর রহমান ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান, ভারতে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট—সবকিছু মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশি খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকরা সেখানে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন।


আসিফ নজরুলের বক্তব্য, একটি বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে আইসিসির উচিত বিষয়টি গভীরভাবে বিবেচনা করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করা। অন্যথায়, প্রয়োজনে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেও বাংলাদেশ পিছপা হবে না বলেও তিনি ইঙ্গিত দেন।


তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত সাময়িকভাবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে, তবে ভারতে গিয়ে খেললে তা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। খেলোয়াড়, দর্শক ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নাগরিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর