বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
তিনি সম্প্রতি বলেন, “দুই-একটা বিশ্বকাপ না খেললে তেমন কিছু আসে যায় না।”
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আসিফের এই মন্তব্য সামনে আসে। মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা জটিলতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠির মাধ্যমে জানায়, বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় রাখার অনুরোধ জানানো হয়েছে, যেখানে পাকিস্তান দলও তাদের ম্যাচ খেলবে।
আসিফ আকবরের বক্তব্যের সঙ্গে একমত নন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা আর দেশের ভেতরে বিনোদন জগতের জনপ্রিয়তা—এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
আসিফের মন্তব্য প্রসঙ্গে সুজন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে একজন ক্রিকেটারের গ্রহণযোগ্যতা ও অবদানকে ভিন্নভাবে বিবেচনা করতে হয়। তার ভাষায়, তামিম ইকবাল কেবল দেশের ভেতরে নয়, বিশ্ব ক্রিকেটে পরিচিত ও স্বীকৃত একজন খেলোয়াড়। অন্যদিকে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার মধ্যে তুলনাই চলে না।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেষ পর্যন্ত মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়।
এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে—যদি আইপিএলের মতো একটি টুর্নামেন্টে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, গণমাধ্যমকর্মী ও দর্শকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে?
এই নিরাপত্তা শঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বিসিবি দুই দফা আইসিসিকে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারও স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে এমন অবস্থায় ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়।
এসআর
মন্তব্য করুন: