[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৫:৩৩ পিএম

৫ আগস্টের পর ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া

ফেডারেশনেই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করছে। এরই মধ্যে প্রায় এক মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সকল ফেডারেশন ও এসোসিয়েশনকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় এবং খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়।

পাশাপাশি আরও কয়েকটি ফেডারেশন নির্বাচনের প্রাথমিক কার্যক্রম শুরু করার পর্যায়ে ছিল।


তবে পরিস্থিতি পাল্টে যায় গতকাল নির্বাচন কমিশনের জারি করা এক নির্দেশনার মাধ্যমে।

ওই আদেশে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমিতিসহ কোনো ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। এই নির্দেশনার ফলে গলফ ফেডারেশনের চলমান নির্বাচনী কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আপাতত গলফ ফেডারেশনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ফেডারেশন বা এসোসিয়েশনের নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে না।


নির্বাচন কমিশনের আদেশ পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও এখনো আনুষ্ঠানিকভাবে গলফ ফেডারেশন বা অন্যান্য ফেডারেশনের কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়নি। তবে এনএসসি মনে করছে, নির্বাচন কমিশনের আদেশ স্বয়ংক্রিয়ভাবেই ক্রীড়া খাতের ক্ষেত্রেও প্রযোজ্য।

জাতীয় নির্বাচন ও গণভোট যেন কোনোভাবেই প্রভাবিত না হয়—সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ১১টি ফেডারেশনের সঙ্গে একটি বৈঠক করেছে।

বৈঠকে সেপাক টেকরো, রাগবি, বেসবলসহ কয়েকটি ফেডারেশন তাদের দাপ্তরিক কক্ষসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান এসব সংকট সমাধানের আশ্বাস দেন।


জাতীয় ক্রীড়া পরিষদ মওলানা ভাসানী স্টেডিয়াম, এনএসসির পুরোনো ভবন এবং জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে অব্যবহৃত ও অতিরিক্ত কক্ষ চিহ্নিত করবে। পরবর্তীতে সেসব কক্ষ সংশ্লিষ্ট ১১টি ফেডারেশনের মধ্যে বণ্টনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর