[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আইসিসির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন সাঈদ আজমল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কার্যত ভারতের ক্রিকেট বোর্ডের প্রভাবাধীন—এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।

তিনি মনে করেন, আইসিসি যদি নিজের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম না হয়, তাহলে সংস্থাটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।


সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজমল বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর যদি আইসিসি নিজের অবস্থান চাপিয়ে দিতে না পারে, তাহলে এমন সংস্থার প্রয়োজনীয়তা কোথায়—তা ভেবে দেখা উচিত।


পাকিস্তানের এই সাবেক স্পিনারের মতে, ভারতীয় দলের পাকিস্তানে খেলতে অনিচ্ছার পেছনে কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। তিনি দাবি করেন, বর্তমান বাস্তবতায় আইসিসি কার্যত অসহায় অবস্থায় রয়েছে, কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতীয় বোর্ডের প্রভাব অত্যন্ত শক্তিশালী।


আজমলের এই মন্তব্য এমন সময়ে সামনে এলো, যখন আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ। বিষয়টি ঘিরে ক্রিকেট বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিশ্ব ক্রিকেট প্রশাসনে ক্ষমতার ভারসাম্য ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর