[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেওয়া উচিত: আইসিসিকে ক্রীড়া উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সত্যিকার অর্থে একটি স্বাধীন ও বৈশ্বিক সংস্থা হিসেবে কাজ করে এবং কোনো নির্দিষ্ট দেশের প্রভাবের বাইরে থাকে, তাহলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়াই যুক্তিসংগত সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির কাছে এমন প্রত্যাশা অযৌক্তিক যে বাংলাদেশ তাদের অন্যতম সেরা বোলারকে বাদ দিয়ে দল সাজাবে, সমর্থকদের জার্সি পরার ওপর বিধিনিষেধ থাকবে বা খেলার জন্য জাতীয় নির্বাচনের সময়সূচি পরিবর্তন করা হবে। তিনি বলেন, এসব দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আসিফ নজরুল আরও বলেন, ভারতে বর্তমানে যে সাম্প্রদায়িক উত্তেজনা ও বাংলাদেশবিরোধী মনোভাব বিরাজ করছে, বিশেষ করে গত দেড় বছরের ধারাবাহিক প্রচারণার কারণে সেখানে ক্রিকেট আয়োজন নিরাপদ নয়। তার ভাষায়, মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি এবং আইসিসির পাঠানো চিঠিই প্রমাণ করে দেয় যে পরিবেশ অনুকূল নয়।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে—পাকিস্তান বাংলাদেশ সংশ্লিষ্ট টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে বাংলাদেশের কোনো আপত্তি নেই।
সবশেষে ক্রীড়া উপদেষ্টা বলেন, যেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জন্য নিরাপদ ও স্বাভাবিক খেলার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না এবং উগ্র সাম্প্রদায়িক চাপের মুখে ভারতের ক্রিকেট বোর্ড কাউকে খেলানো না হওয়ার বিষয়ে অবস্থান নেয়—সেটিই আইসিসির সামনে সবচেয়ে বড় প্রমাণ। তার মতে, এই বাস্তবতা স্পষ্টভাবে দেখায় যে ভারতের কোনো ভেন্যুতেই বর্তমানে বাংলাদেশের জন্য উপযোগী খেলার পরিবেশ নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর