[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

১২ ওভারের রান উৎসবের ম্যাচ জিতে শ্রীলঙ্কার সমতা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৮:০১ এএম

বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের হাই-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে

হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১–১ সমতায় শেষ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যান সালমান আগা, তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে ১৪ রান কম পড়ে। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়ানিন্দু হাসারাঙ্গা।


সংক্ষিপ্ত ইনিংসের এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৯ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস, কামিল মিশারা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে—প্রায় সবাই দ্রুত রান তুলতে সক্ষম হন। নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে স্বাগতিকরা।


ইনিংসের ৮.৫ ওভারে ১০০ রানে পাঁচ উইকেট পড়ার পর ক্রিজে নামেন শানাকা। নেমেই নিজের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। শেষ ওভারে মোহাম্মদ ওয়াসিমের প্রথম তিন বলেই ছয় মারেন লঙ্কান অধিনায়ক, যা স্কোরবোর্ডে বড় পার্থক্য গড়ে দেয়।


কামিল মিশারা ৮ বলে করেন ২০ রান। কুশল মেন্ডিস ১৬ বলে ৩০ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ধনঞ্জয়া ১৫ বলে ২২, আসালাঙ্কা ১৩ বলে ২১ এবং লিয়ানাগে ৮ বলে অপরাজিত ২২ রান যোগ করেন।


বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১২ ওভারে। ভেজা আউটফিল্ডের কারণে বল গ্রিপ করতে স্পিনার ও পেসার—দু’জনই সমস্যায় পড়েন, যা ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা এনে দেয়।


দুই দলই দ্রুত রান তুললেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বোলাররাই পার্থক্য গড়ে দেন। হাসারাঙ্গা তিন ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট শিকার করেন।


লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে একাই ভয় ধরান সালমান আগা। মাত্র ১২ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তিনটি ছক্কা, পাঁচটি চার, একটি তিন ও দুটি ডাবলস মারেন সালমান। মাহিশ ঠিকশানার এক ওভারে তিনি তোলেন ২২ রান। তবে মাথিশা পাথিরানার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরার পর পাকিস্তানের জয়ের আশা অনেকটাই ম্লান হয়ে যায়।


এরপর মোহাম্মদ নওয়াজ (২৮) ও খাজা নাফাই (২৬) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৩.৪ ওভারে ৬০ রান তুলেই থামে পাকিস্তানের ইনিংস।


ডাম্বুলার উইকেটে টার্ন থাকায় স্পিনে ভর করে শ্রীলঙ্কা ম্যাচ নিজেদের করে নেয়। বড় শট খেলতে গিয়ে হাসারাঙ্গার বলে চার ব্যাটার আউট হন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর