বিপিএলে অংশ নিতে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ
অলরাউন্ডার মঈন আলি। সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা এই তারকা ক্রিকেটার শনিবার গণমাধ্যমে কথা বলার সময় বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অবস্থা ও অতীতের দলের মধ্যে পার্থক্য তুলে ধরেন।
মঈন আলির মতে, আগের বাংলাদেশ দলে অল্পসংখ্যক হলেও প্রকৃত বিশ্বমানের ক্রিকেটার ছিলেন, যারা দলকে দীর্ঘদিন নেতৃত্ব ও মানসিক শক্তি জুগিয়েছেন। তিনি ইঙ্গিত করেন, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা শুধু পারফরম্যান্সে নয়, ব্যক্তিত্ব ও লড়াকু মানসিকতায়ও আলাদা ছিলেন। দীর্ঘ সময় ধরে এমন খেলোয়াড়দের পাওয়া বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ছিল বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান দল নিয়ে কথা বলতে গিয়ে মঈন বলেন, এখন দলে প্রতিভাবান ও ভালো মানের খেলোয়াড়ের সংখ্যা বেশি হলেও সেই ‘বিশ্বমানের’ স্তরের ধারাবাহিক ক্রিকেটারের অভাব চোখে পড়ে। তাঁর মতে, নির্দিষ্ট এক পর্যায়ের পারফরম্যান্স অনেকের মধ্যেই আছে, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করার মতো খেলোয়াড় এখন কম।
তবে মুস্তাফিজুর রহমানকে আলাদা করে প্রশংসা করেছেন মঈন আলি। তাঁর ভাষায়, মুস্তাফিজ নিঃসন্দেহে বিশ্বমানের বোলার এবং তিনি আগেও সেই মান ধরে রেখেছেন। এরপরও মঈনের মতে, একটি সফল দলের জন্য শুধু দক্ষতা নয়, শক্ত মানসিকতা ও চরিত্রেরও প্রয়োজন। এ জায়গাতেই বর্তমান বাংলাদেশ দল কিছুটা পিছিয়ে আছে বলে তিনি মনে করেন।
সবশেষে মঈন আলি বলেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে ঠিকই, তবে সেই উন্নতি সব ক্ষেত্রে সমান নয়। বিশেষ করে মানসিক দৃঢ়তার জায়গায় আরও এগোনোর সুযোগ রয়েছে, যেখানে আগের প্রজন্মের কিছু ক্রিকেটার অনেক বেশি শক্ত অবস্থান তৈরি করেছিলেন।
এসআর
মন্তব্য করুন: