[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বহুক্রীড়ায় সাফল্যের পর ক্রিকেট বিশ্বকাপ বাছাই দলে জয়িতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ১:১২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রীড়াজগতে বহুমুখী প্রতিভার দৃষ্টান্ত হয়ে উঠছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

হকি, কাবাডি ও অ্যাথলেটিকসে সাফল্যের পর এবার ক্রিকেটেও জাতীয় পর্যায়ে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জয়িতা।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করে। সেখানে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় জয়িতাকে। ক্রিকেটে আসার আগে তিনি মূলত হকি খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন। জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছেন তিনি। পাশাপাশি কাবাডি ও অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও নিয়মিত পদক জিতেছেন।
২০২৩ সালে দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় স্বর্ণপদক জিতে ব্যাপক আলোচনায় আসেন এই ক্রীড়াবিদ। এরপর ধীরে ধীরে ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যান তিনি।
ক্রিকেট ক্যারিয়ারে জয়িতার অগ্রযাত্রা ছিল ধারাবাহিক। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ছয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭০ রান। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স জাতীয় দলে জায়গা পাওয়ার পথ সুগম করে দেয়। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে সাত ম্যাচে ১৩১-এর বেশি স্ট্রাইক রেটে তিনি করেন ১৮৯ রান।
এই পারফরম্যান্সের সুবাদেই বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক ২০ জনের ক্যাম্পে ডাক পান জয়িতা। সেখান থেকে চূড়ান্ত দলে সুযোগ পাওয়া তার উন্নতির স্বাভাবিক ফল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
নারী দলের নির্বাচক সাজ্জাদ শিপন জানিয়েছেন, জয়িতাকে বাছাইপর্বে নিয়মিত খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন, জয়িতার ব্যাটিংয়ে শক্তি রয়েছে এবং ওপেনার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারলে দল উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় দলের হয়ে ক্রিকেটে অভিষেক হলে জয়িতা একটি বিরল কৃতিত্বের অধিকারী হবেন। তখন তিনি হকি, কাবাডি, অ্যাথলেটিকস ও ক্রিকেট—চারটি আলাদা খেলায় দেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদে পরিণত হবেন। বহুমাত্রিক এই যাত্রায় এখন তার লক্ষ্য একটাই—বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর