আগামী ১৯ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি
শহরে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এই মহাযজ্ঞকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও তৎপরতা থাকবে। এই আয়োজনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে টিকটক। প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টিকটককে বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে তাদের ‘প্রাধান্যপ্রাপ্ত ভিডিও প্ল্যাটফর্ম’ ঘোষণা করেছে।
এই বিশ্বকাপে টিকটকের কনটেন্ট নির্মাতারা পাবে বাড়তি সুবিধা ও বিশেষ প্রবেশাধিকার। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রতিষ্ঠান বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে, তারা টিকটকের জন্য তৈরি বিশেষ হাবে ১০৪টি ম্যাচের নির্বাচিত অংশ সরাসরি সম্প্রচার করতে পারবে। একই সঙ্গে কনটেন্ট নির্মাতাদের বড় একটি অংশ ফিফার সংরক্ষিত ভিডিও ফুটেজ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করার সুযোগ পাবে।
ফিফা আরও জানিয়েছে, এবারের বিশ্বকাপে দর্শকরা মাঠের ভেতরের পাশাপাশি পর্দার আড়ালের এমন অনেক মুহূর্ত দেখতে পারবেন, যা আগে কখনো প্রকাশ পায়নি। নির্বাচিত ভক্তদের জন্য টিকটক অ্যাপের ভেতর থাকবে বিশেষ স্টিকার, ফিল্টার ও গেমভিত্তিক বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ফিচার।
বর্তমানে টিকটক বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর একটি। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
এসআর
মন্তব্য করুন: