মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায় হঠাৎ থেমে যাওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যে আলোচনা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে অন্য ক্রিকেটারদের মনোভাবেও।
এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম দেওয়ার বিষয়ে আর আগের মতো তাড়াহুড়া করবেন না।
মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শুধু মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। দুই দেশের ক্রীড়া প্রশাসন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়েও দেখা দিয়েছে টানাপোড়েন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফর নিয়ে আপত্তির কথা জানিয়েছে, এমনকি বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের অপেক্ষায়।
এই প্রেক্ষাপটে আইপিএল নিয়ে স্বাভাবিক স্বস্তিতে নেই সাকিব। বিশ্বকাপ কোথায় হবে—এই প্রশ্নের পাশাপাশি আগামী মৌসুমে আইপিএলের নিলামে নিজের নাম দেওয়া উচিত কি না, তা নিয়েও তিনি দ্বিধায় আছেন।
২০২৬ আইপিএল নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম জমা দিলেও শেষ পর্যন্ত ডাক আসে মাত্র দুজনের—মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও পরিবর্তিত পরিস্থিতিতে শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি এই বাঁহাতি পেসার।
এই ঘটনাই ভাবনার খোরাক জুগিয়েছে তরুণ পেস অলরাউন্ডার সাকিবকে। সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মুস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো—এর সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়া কাম্য নয়। একজন খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার আগ্রহ স্বাভাবিক, কিন্তু বর্তমান বাস্তবতায় সিদ্ধান্ত নেওয়ার আগে এজেন্ট, বোর্ড এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তবেই পরবর্তী পদক্ষেপ নিতে চান তিনি।
মুস্তাফিজ ইস্যুর পর সাকিবের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে—আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে।
এসআর
মন্তব্য করুন: