অ্যাশেজ সিরিজের ফল আগেই নির্ধারিত হয়ে গেলেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্টটি নিজের করে নিলেন স্টিভ স্মিথ।
ঐতিহাসিক এই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য এক ইনিংস খেলেই একের পর এক কীর্তিতে নাম লেখালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না থাকায় নেতৃত্বের ভার কাঁধে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেন স্মিথ ১২৯ রানে অপরাজিত থেকে। তাঁর দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৫১৮ রান ৭ উইকেটে। ফলে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়ে ম্যাচের দখল নেয় স্বাগতিকরা।
এই শতক স্মিথকে অ্যাশেজ ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জ্যাক হবসকে ছাড়িয়ে তিনি এখন সিরিজটির দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। অ্যাশেজে স্মিথের মোট রান দাঁড়িয়েছে ৩,৬৮২। এই তালিকায় তাঁর ওপরে আছেন শুধু ডন ব্র্যাডম্যান, যাঁর সংগ্রহ ৫,০২৮ রান।
শতকের সংখ্যার দিক থেকেও স্মিথের অবস্থান আরও মজবুত হলো। অ্যাশেজে তাঁর শতক এখন ১৩টি—যার ফলে তিনি এ তালিকাতেও দ্বিতীয় স্থানে। এখানে তাঁর সামনে কেবল ব্র্যাডম্যান, যাঁর শতক সংখ্যা ১৯।
অধিনায়ক হিসেবে স্মিথের রেকর্ড
এই ইনিংসটি অধিনায়ক হিসেবে স্মিথের ১৮তম টেস্ট সেঞ্চুরি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই এসেছে ছয়টি শতক, যা এক অধিনায়কের জন্য কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিয়ে পারফর্ম করার সক্ষমতা যে তাঁর বড় শক্তি, সেটিই আবারও প্রমাণ করলেন স্মিথ।
এসসিজিতে স্মিথের আধিপত্য
সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্মিথের জন্য বরাবরই সুখের জায়গা। এই মাঠে তাঁর মোট রান এখন ১,২২৫, গড় ৭২-এর বেশি এবং শতক পাঁচটি। এসসিজিতে তাঁর চেয়ে বেশি রান করেছেন কেবল সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
টেস্ট শতকের তালিকায় অগ্রগতি
এই শতকের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ শতকের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন স্মিথ। তাঁর মোট টেস্ট শতক এখন ৩৭টি, যার ফলে পেছনে পড়েছেন রাহুল দ্রাবিড়। সামনে থাকা কুমার সাঙ্গাকারার সঙ্গে সমতায় যেতে স্মিথের প্রয়োজন আর মাত্র একটি শতক।
অ্যাশেজের শেষ টেস্টে এই ইনিংস কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়—বরং বড় মঞ্চে নিজের আধিপত্য নতুন করে জানান দেওয়ার আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকল স্টিভ স্মিথের ক্যারিয়ারে।
এসআর
মন্তব্য করুন: