তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করার লক্ষ্য নিয়ে ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন কুমার মিত্র। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান ছাড়াও জার্সি, বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী জনাব মোঃ নাজমুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাথমিকভাবে ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণের সুযোগ পেলেও যাচাই-বাছাই শেষে ৩০ জন খেলোয়াড় চূড়ান্ত প্রশিক্ষণে অংশ নেয়। পুরো কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর বি লাইসেন্সধারী প্রশিক্ষক জনাব রাইসুল ইসলাম চঞ্চল।
জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, এই প্রশিক্ষণ থেকে নির্বাচিত ৫ জন প্রতিভাবান ফুটবলার ডেভেলপমেন্ট কাপ ফুটবল ও বীচ ফুটবল টুর্নামেন্টে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে।
এসআর
মন্তব্য করুন: