[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিশ্বকাপ ইস্যুতে ভারতের সফর নিয়ে বাংলাদেশের অনাগ্রহ, বিসিসিআইয়ের ভিন্ন মত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৫:৫২ পিএম

সংগৃহীত ছবি

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে।

অভিযোগ উঠেছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ সিদ্ধান্তে পৌঁছায়।
এই ঘটনার রেশ ধরেই আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত ও শ্রীলংকা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করলেও বাংলাদেশের নির্ধারিত সব ম্যাচ রাখা হয়েছিল ভারতে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, দলটি ভারতে খেলতে আগ্রহী নয়।
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের বিষয়ে বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এমন পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব নয়। ভারতীয় বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করলে পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি হবে।
তিনি জানান, প্রতিপক্ষ দলগুলোর যাতায়াত, আবাসন, সম্প্রচার ব্যবস্থা ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ফলে শুধুমাত্র একটি দলের অনুরোধে সূচি ও ভেন্যু বদলানো সহজ নয়।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামার কথা বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায়।
এরপর কয়েক দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে আবারও কলকাতায় খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
উল্লেখ্য, সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দলভুক্তির পর থেকেই ভারতের উগ্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলো বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে। এমনকি মোস্তাফিজকে খেলালে স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকির ঘটনাও সামনে আসে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর