[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

টি–টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল—দুই মঞ্চেই অনিশ্চয়তায় বাংলাদেশি ক্রিকেট

নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বকাপ, ভারতে খেলবে না বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৩:২৪ পিএম

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে ই–মেইল পাঠিয়েছে বিসিবি।

ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে ই–মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভারতের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, দল ও খেলোয়াড়দের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক ঝুঁকির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়। বোর্ডের একাধিক সদস্য মত দেন, বর্তমান বাস্তবতায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হলেও অনিশ্চয়তা। এই সিদ্ধান্তের আগেই আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের নিয়মিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র। তার পরিবর্তে উইকেটকিপার হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার জাকের আলী অনিক।

বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে রয়েছেন—লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আইপিএলেও প্রভাব, কেকেআর স্কোয়াড ছাড়তে বলা হলো মোস্তাফিজকে। বিশ্বকাপের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, “সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড় নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড।

তবে ঠিক কী ধরনের পরিস্থিতির কারণে মোস্তাফিজকে স্কোয়াড ছাড়তে বলা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। ক্রিকেট বিশ্লেষকদের মতে, নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ এবং কূটনৈতিক বাস্তবতাই এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখতে পারে।

বাড়ছে উদ্বেগ, নজর আইসিসির সিদ্ধান্তে। একদিকে জাতীয় দলের বিশ্বকাপ অংশগ্রহণ, অন্যদিকে আইপিএলের মতো বড় মঞ্চে বাংলাদেশের অন্যতম তারকা পেসারের ভবিষ্যৎ—সব মিলিয়ে ভারতকেন্দ্রিক ক্রিকেট কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে আইসিসির দিকে—তারা বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধে কী সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পথচলায় কী প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর