কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে
বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠছে।
মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্তের পেছনে ভারতের উগ্র সাম্প্রদায়িক চাপ কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার যদি ভারতে নিরাপদ না থাকেন, তাহলে সেখানে পুরো জাতীয় দল খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে।
তিনি আরও জানান, এই বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ অন্য দেশে আয়োজনের অনুরোধ করা হতে পারে।
এ ছাড়া বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে। সরকারের মতে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
একই বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানান, আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। তিনি মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে “লজ্জাজনক” বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি দলগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: