[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

তারুণ্যের উৎসবে ঢাকা জেলা আন্তঃস্কুল-কলেজ টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ ফয়সাল চৌধুরী

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৬ পিএম

তারুণ্যের উৎসব উপলক্ষে ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রীন টেবিল টেনিস প্রাঙ্গনে বালক ও বালিকাদের নিয়ে আন্তঃস্কুল ও কলেজ টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ৮টি গ্রুপ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ২টি গ্রুপসহ মোট ১০টি গ্রুপে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী একক ও দ্বৈত ইভেন্টে অংশগ্রহণ করে।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তর-এর পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, ঢাকা—জনাব সুমন কুমার মিত্র।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জনাব গৌতম কুমার দাস, গ্রীন টেবিল টেনিসের স্বত্বাধিকারী জনাব পীয়া আফরীনা খালেদা হকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

জেলা ক্রীড়া অফিসার জানান, এই টুর্নামেন্টের পরবর্তী ধাপে নির্বাচিত ও প্রতিভাবান খেলোয়াড়রা আসন্ন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর