২০২৫ সালটি লিওনেল মেসির জন্য ছিল স্মরণীয়। ইন্টার মায়ামির
জার্সিতে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে তিনি মাঠে যেমন সাফল্যের ছাপ রেখেছেন, তেমনি মাঠের বাইরেও তার প্রভাব ছিল ব্যাপক। এই বছরে তার মোট আয় একশ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ফোর্বস প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেসির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৫৮৮ কোটি টাকার বেশি। এই আয়ের একটি বড় অংশ এসেছে ক্লাব থেকে পাওয়া পারিশ্রমিক থেকে, আর বাকি অংশ এসেছে বিজ্ঞাপন ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে।
ইন্টার মায়ামির হয়ে খেলার পাশাপাশি বিশ্বের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকে বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন মেসি। বয়স ৩৭ ছুঁলেও তার জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্য এখনো শীর্ষ পর্যায়ে রয়েছে।
তবে ২০২৫ সালে ফুটবলারদের আয়ের তালিকায় শীর্ষে নেই মেসি। তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরে তার মোট আয় হয়েছে প্রায় ২৮০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৪২১ কোটি টাকার সমান।
এই আয়ের তালিকায় রোনালদো ও মেসির পর রয়েছেন করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন ডলার), আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন ডলার), ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন ডলার) এবং মোহাম্মদ সালাহ (৫৫ মিলিয়ন ডলার)। তালিকায় আরও আছেন জুড বেলিংহাম ও তরুণ প্রতিভা লামিন ইয়ামাল।
ফুটবলের বাইরেও ক্রীড়াজগতে নজরকাড়া আয় করেছেন অনেকে। ২০২৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হলেন এনবিএ তারকা লেব্রন জেমস, যার আয় ছিল প্রায় ১৩২.৬ মিলিয়ন ডলার।
এসআর
মন্তব্য করুন: