[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

কোনো রাজনৈতিক দলে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তার আগের দিনই অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—একযোগে পদত্যাগ করেন।

উপদেষ্টা পদ ছাড়ার পর তারা কোন রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

তবে আসিফের সর্বশেষ ঘোষণায় পরিষ্কার হলো—তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর