[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

তারেক রহমান কবে দেশে ফিরছেন জানালেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই—এই মাসের মধ্যেই—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহু প্রতীক্ষিত দেশে ফেরার ঘটনা ঘটতে পারে।

লন্ডন থেকে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া তারেক রহমান দেশে ফিরে এসে বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তৃতাকালে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি আরও বলেন, গোপীবাগে তার জন্ম ও শৈশব কাটায় তিনি এলাকার প্রতিটি সমস্যা নিজের সমস্যা মনে করেন। এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট দূরীকরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সরকারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর