[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নোটিশ এনসিপি নেত্রীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির শৃঙ্খলা কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,

“সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের নজরে এসেছে। উক্ত মন্তব্যগুলো অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর