রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করবেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে আগে থেকেই সেখানে উপস্থিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই তিনি স্বজনদের কাছে গিয়ে তাদের কষ্ট ও অভিজ্ঞতার কথা শোনেন।
এ সময় নিহত ও আহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি মনোযোগসহকারে প্রত্যেক পরিবারের বক্তব্য শোনেন এবং শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি বাস্তবায়নে দল সর্বাত্মকভাবে কাজ করবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন প্রাণ হারান এবং বহু শিক্ষার্থী গুরুতর আহত হন।
এসআর
মন্তব্য করুন: