[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২:০৩ এএম

সংগৃহীত ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে তাকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেওয়া হয়।


দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে তার বুকে অস্বস্তি ও ব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।


নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমকে জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।

ইসিজি রিপোর্ট স্বাভাবিক থাকলেও রক্ত পরীক্ষায় ট্রপোনিনের মাত্রা বেশি পাওয়া গেছে, যা চিকিৎসকদের মতে আংশিক হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত দুই দিন হাসপাতালে থাকতে হবে।

এর আগেও হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগেছেন মাহমুদুর রহমান মান্না। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায়ও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে দলীয় সূত্র জানিয়েছে। সে সময় তার হার্টে একাধিক ব্লক শনাক্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর