ঢাকা থেকে গাইবান্ধায় ফেরার সময় অজ্ঞানপার্টির কবলে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান।
এ ঘটনায় তিনি নগদ অর্থ ও ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকা থেকে নিজ জেলার উদ্দেশে রওনা হন আজিজার রহমান। যাত্রাপথে বাসের ভেতরে প্রতারকচক্র কৌশলে তাকে ডিম খাওয়ায়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান।
পরবর্তীতে অচেতন অবস্থায় তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় নামিয়ে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আজিজার রহমান শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন।
তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, সম্প্রতি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটির কারণে আজিজার রহমানের প্রার্থিতা বাতিল করা হলেও পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি মনোনয়ন ফিরে পান।
সেই প্রেক্ষিতেই তিনি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন।
এসআর
মন্তব্য করুন: