[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

প্রায় দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ পিএম

Sorry, Something is Wrong. Please play another video.

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৬ জানুয়ারি বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জনসভাটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, গত বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের এ সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে।

এ লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শুরু হওয়া ওই সভায় বরিশাল বিভাগের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেবেন।


এদিকে তারেক রহমানের বরিশাল সফরের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ।

তিনি বলেন, প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। সফরকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম এখন তুঙ্গে।


উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে একটি কর্মীসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর