আসন্ন জাতীয় নির্বাচনে ২৬৮টি আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে সরে এসে দলটি এই পথ বেছে নিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলীয় নীতি ও রাজনৈতিক কৌশল বিবেচনায় নিয়ে তারা আসন্ন নির্বাচনে অধিকাংশ আসনে নিজস্ব প্রতীক ও প্রার্থী নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
এসআর
মন্তব্য করুন: