[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বৈঠক শেষে যমুনা ত্যাগ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৯:৫০ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায়। বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন। বৈঠকে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


এর আগে, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারমেনের কার্যালয় থেকে গাড়িতে ওঠেন তারেক রহমান। ৬টা ৪৭ মিনিটে বাসভবনে পৌঁছান এবং ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বের হয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হন।


বিএনপি চেয়ারম্যান হিসেবে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এর আগের বৈঠক হয়েছিল গত বছরের জুনে লন্ডনে, যেখানে তারা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর