জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের নির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটি জানিয়েছে, জোট ও নির্বাচনী সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান আলাদাভাবে তুলে ধরতে তারা শুক্রবার সংবাদ সম্মেলন করবে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
এরই মধ্যে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রায় ২৫০ আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়া হবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ না নিলে জোটটি কার্যত ১০ দলীয় হিসেবে বিবেচিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী সমঝোতা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, ওই বৈঠকে আসন ভাগাভাগি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে। কোন দল কতটি আসনে জোটের প্রার্থী দেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিস্তারিত জানাতে রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ওই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যান্য নেতারা।
এসআর
মন্তব্য করুন: