অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা প্রায় পৌনে সাতটার দিকে তাকে বহনকারী গাড়িবহর যমুনার উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সরকারের আইনবিষয়ক উপদেষ্টা জানান, তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি স্পষ্ট করেন, এই সাক্ষাৎটি সম্পূর্ণ সৌজন্যমূলক এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচি বা এজেন্ডা জড়িত নয়।
দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘোষণার ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআর
মন্তব্য করুন: