[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিএনপির পর এবার জামায়াতের প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৫:০২ পিএম

পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ ঘিরে নির্বাচন কমিশনে রাজনৈতিক

 তৎপরতা বাড়ছে। সকালে বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করার পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীও কমিশনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।


দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তাঁর সঙ্গে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ব্যারিস্টার নাজিব মোমেন।


এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, পোস্টাল ব্যালট প্রস্তুত, বিতরণ ও ব্যবহারের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা নতুন উদ্যোগ হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে যেসব অভিযোগ সামনে আসছে, তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক আচরণের আশঙ্কা রয়েছে।


সালাহউদ্দিন আহমেদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কোথাও এক বাড়িতে বিপুল সংখ্যক ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও ব্যালট জব্দের ঘটনা ঘটেছে, আবার কোথাও একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে। এমনকি কিছু স্থানে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।


তিনি আরও বলেন, প্রবাসীদের কাছে ব্যালট কীভাবে পাঠানো হয়েছে, ভোট প্রদানের প্রক্রিয়া কী, স্ক্যানিং ও যাচাইয়ের দায়িত্ব কার—এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজন হলে দ্রুত ব্যাখ্যা দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর